পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত-১ গুরুতর আহত-৫
মোস্তফা কামাল,পীরগঞ্জ রংপুর থেকে :
রংপুরের পীরগঞ্জ উপজেলায় ২টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাবেক ইউপি সদস্য ঘটনা¯’লেই নিহত ও শিশুসহ ৫ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার সন্ধ্যার আগে উপজেলার টিউরমারী গ্রামের বালুরগাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
ওসি সরেস চন্দ্র জানান-উপজেলার মদনখালী ইউনিয়নের থিরারপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে শাহীন (৪২), তার স্ত্রী মাজিয়া জান্নাত (৩৮) ও তার শিশুপুত্রসহ মোটর সাইকেলযোগে শ্বশুরবাড়ী থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বর্ণিত স্থানে বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চতরা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোস্তাফিজার রহমান মারা যায়। অপর আরোহী চতরা এলাকার তাজুল ইসলাম (৩৫), সুকুমার রায় (৩৪), খালাশপীর এলাকার শাহীন (৪২), মাজিয়া জান্নাত (৩৮) শিশু অজ্ঞাত (৫) গুরুতর আহত হয়।